ভালো ল্যাপটপ চেনার উপায় সম্পর্কে জানুন

বর্তমানে অনেকে কম বেশি নিজের প্রয়োজনে ল্যাপটপ ব্যবহার করে থাকে। ভালো ল্যাপটপ চেনার উপায়, ল্যাপটপ কেনার আগে যা জানতে হবে, কোন কাজের জন্য কোন ল্যাপটপ ভালো হবে, কি কি বিষয়ের উপর নির্ভর করে ল্যাপটপ কেনা উচিত তা সম্পর্কে বিস্তারিত জানবো।




ভুমিকা

আপনার প্রয়োজন অনুসারে ল্যাপটপ নির্বাচন করা জরুরি। ল্যাপটপ নির্বাচন করার ক্ষেত্রে কিছু বিষয়ের উপর আপনাকে খেয়াল করতে হবে। ল্যাপটপ কেনার আগে যা জানতে হবে,কোন কাজের জন্য কোন ল্যাপটপ ভালো, কোন জেনারেশন এর ল্যাপটপ ভালো, ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইনের জন্য কোন ল্যাপটপ ভালো, এছাড়াও ল্যাপটপের অন্যান্য অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

ভালো ল্যাপটপ চেনার উপায়

বর্তমান বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ দেখতে পাওয়া যায়। এরমধ্যে আপনার কাঙ্খিত ল্যাপটপটি খুঁজে পেতে হবে। তার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আপনি যদি একবারই নতুন হয়ে থাকেন, যে ল্যাপটপ সম্পর্কে আপনি তেমন কিছুই জানেন না।

আপনার আশেপাশের বন্ধু সজন বা আপনার পরিচিত কেউ কোন ল্যাপটপ ব্যবহার করে থাকলে, তাদের কাছ থেকে ল্যাপটপ সম্পর্কে তথ্য এবং তার ইউজার এক্সপেরিয়েন্স সম্পর্কে জানুন।এটাও ভালো ল্যাপটপ চেনার একটি উপায়।

এছাড়া ল্যাপটপের প্রসেসর, র‍্যাম, রম, হার্ডডিক্স সম্পর্কে ধারনা থাকলে, ভালো ল্যাপটপ চিনতে সুবিধা হয়। বাজারে কম দামে বেশ কিছু জনপ্রিয় ব্রান্ডের ল্যাপটপ পাওয়া যায়। যেমন- Dell, HP, Asus, Lenovo, Surface, Walton আরো অনেক ব্রান্ড আছে।
ভালো ল্যাপটপ চেনার উপায় জন্য কিছু বিষয় তুলে ধরা হলো
  • Processor- Core i3-i9 (কি কাজের জন্য ব্যবহার করবেন, তার উপর ভিত্তি করে নির্বাচন করা)
  • Processor Frequency-2.50 GHz সর্বনিম্ন
  • Genaration- 5G-12G
  • Ram- 8GB (সর্বনিম্ন)
  • SSD- 256 GB (সর্বনিম্ন) যতবেশি রাখা যায় বাজেট অনুসারে।
  • Display Size-15"
  • Display Resolution- HD (1366 x 768) (সর্বনিম্ন)
  • Charge Backup- 2 Hour (সর্বনিম্ন)
ভালো ল্যাপটপ চেনার জন্য মোটামুটি এই বিষয় গুলি দেখে নিলে আপনার সব ধরনের কাজ করতে পারবেন।

কোন জেনারেশন ল্যাপটপ ভালো

ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটারের প্রসেসরের প্রসঙ্গে আসলে, জেনারেশন শব্দটা আমরা কম বেশি সবাই শুনতে পাই। যেমন Core i3-5G,i5-7G,i7-10G,i9-12G ইত্যাদি।যে প্রসেসের যত বেশি জেনারেশন তার কর্মক্ষমতা,শক্তি দক্ষতা তত বেশি।

এখন কথা হলো কোন জেনারেশনের ল্যাপটপ ভাল। আপনি কি ধরনের কাজ করবেন তার উপর ভিত্তি করে জেনারেশন নির্বাচন করতে হয়। একটি ল্যাপটপে জেনারেশন যত বেশি হবে, তার পারফরম্যান্স তত বেশি ভাল আউটপুট পাবেন। 

উদাহরন সরূপ আপনি ১০ বছর আগে যে স্মার্ট মোবাইল ব্যবহার করতেন, এখন আর সেই স্মার্ট মোবাইলে কাজ করতে পারবেন না। অনেক সমস্যার সম্মুখীন হবেন। কারন ১০ বছর আগের কনফিগারেশনের মোবাইল, এখনকার আপডেট সফটওয়্যার বা এপ্স এর সাথে কাজ করবে না।

ঠিক তেমনি কম্পিউটারের জেনারেশন পুরানো হলে, সফটওয়্যার কাজ স্মুথলী করতে পারবেন না। বর্তমানে যেকোনো কোর এর সাথে 7G-12G জেনারেশন নেওয়া উচিৎ।

ল্যাপটপ কেনার আগে যা জানতে হবে

আপনি যদি নির্দিষ্ট কোন কাজের সাথে সাথে অন্যান্য কাজের জন্য ল্যাপটপ কিনতে চান, তাহলে ভাল একটা বাজেট নির্ধারন করতে হবে। তার আগে ল্যাপটপ কেনার আগে কি কি জানতে হবে, চলুন জেনে আসি।
  • ব্রান্ডের নাম
  • কি কাজে ব্যবহার করবেন
  • ল্যাপটপ ব্যবহারের মাত্রা
  • কম্পিটারের কনফিগারেশনঃ প্রসেসর, র‍্যাম,SSD, ডিসপ্লে, ব্যাটারি, আপডেট সার্ভিস, উন্ডোজ আপডেট, সার্ভিস ওয়ারেন্টি ইত্যাদি।
  • বাজেট নির্ধারণ
এই বিষয় গুলি ল্যাপটপ কেনার আগে জানতে পারলে আপনি আপনার সিধান্ত নিতে পারবেন

কোন কাজের জন্য কোন ল্যাপটপ ভাল

ফ্রিল্যান্সিং, ভিডিও ইডিটিং এবং গ্রাফিক্সের এর জন্য কোন কাজের জন্য কোন ল্যাপটপ ভাল। এটা আপনার মনে প্রশ্ন জাগতে পারে। এর মধ্যে ভালো ল্যাপটপ চেনার অনেক উপায় আছে।

হাল্কা কাজ যেমন WEB Blogging, Data Entry, Contain Typing, Facebook Marketing, ইত্যাদি কাজের জন্য Dell Latitude 3560, HP Pavilion 15,Lenovo IdeaPad E40, এই ধরনের কনফিগারেশনের ল্যাপটপ দেখতে পারেন। গ্রাফিক্সের কাজ শেখার জন্য এই ল্যাপটপ গুলি উপযোগি।

ভিডিও ইডিটিং এবং গ্রাফিক্সের ভাড়ি সফটওয়্যার কাজের জন্য আপনার হাই কনফিগারেশনের ল্যাপটপ প্রয়োজন হবে,সে ক্ষেত্রে
  • Processor: Core i7-i9
  • Generation: 9G-12G
  • Ram: 16GB to 32GB
  • SSD:1 TB
  • Graphic's Card :4GB
উপরোক্ত বিষয় গুলি বিবেচনা করে ল্যাপটপ কিনতে হবে। ভিডিও ইডিটিং এর জন্য গেমিং ল্যাপটপগুলি ব্যবহার করা হয়।

লেখকের মন্তব্য

আপনি যদি কাজ শিখার জন্য ভালো ল্যাপটপ কিনতে চান। আমার মতে কম বাজেটের মধ্যে দেখেশুনে ভাল ল্যাপটপ কিনুন। নতুন ল্যাপটপ কিনা অনেকের সামর্থের বাহিরে, আপনার বিশস্ত পরিচিত বা ভালমানের ল্যাপটপ বিক্রি করে এমন জায়গা থেকে ল্যাপটপ ক্রয় করুন। তবে নতুন ল্যাপটপ ক্রয় করা সব থেকে উত্তম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪